বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা (Burdwan Bus Accident) । সোমবার পূর্ব বর্ধমানের মেমারির কানাইডাঙ্গার কাছে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস (Bus Accident) । দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ৭ যাত্রী । তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক । আহতদের বর্ধমানের অনাময় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ।
জানা গিয়েছে, সল্টলেকে করুণাময়ী থেকে আসানসোল যাচ্ছিল দক্ষিণবঙ্গ বাসটি । যাত্রীদের অভিযোগ, প্রচণ্ড দ্রুত গতিতে যাচ্ছিল বাসটি । তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে । স্থানীয়রাও জানাচ্ছেন, বাসের গতি অনেক বেশি ছিল । এরফলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামনের সেতুর রেলিংয়ে ধাক্কা মারে বাসটি । রেলিং ভেঙে সেতু থেকে নীচে ঝুলতে থাকে বাসটি । আতঙ্কে চিত্কার শুরু করেন যাত্রীরা । স্থানীয় বাসিন্দারা হাত লাগান উদ্ধারকাজে ।
আরও পড়ুন, Garfa Murder Update: বিয়ের কথা চলাকালীন নতুন সম্পর্কে জড়ায় প্রেমিকা, জেরায় খুনের কথা কবুল অভিযুক্তের
সৌরভ বসু নামে এক যাত্রী বলেন, "বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল । সবাই তখন ঘুমাচ্ছিলাম । হঠাৎই বাসটি কিছুতে ধাক্কা মারে । তারপরই ঝুলতে থাকে বাসটি । গুরুতর আহত হয়েছেন ২ জন ।"