বুধবার সকালে বিবাদী বাগ মোড়ে বাস দুর্ঘটনা । জানা গিয়েছে, সকাল সাড়ে ৬টা নাগাদ শিয়ালদহ থেকে ঠাকুরপুকুর যাওয়ার সময় 'S3A' বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ঘিরে রাখা এলাকা ভেঙে ঢুকে পড়ে । ঘটনায় রেলের তিনজন কর্মী গুরুতর জখম হন । অল্পবিস্তর জখম হন বাসে থাকা কয়েকজন যাত্রীও । তাঁদের এসএকেএম হাসাপাতালে ভর্তি করা হয়েছে ।
দুর্ঘটনার ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে । সেখানে দেখা গিয়েছে, মেট্রোর কাজের জন্য ঘিরে রাখা এলাকা ভেঙে ঢুকে গিয়েছে বাসটি । মাটিতে পুঁতে রাখা লোহার রড বাসের কাঁচ ভেঙে ঢুকে গিয়েছে । ভেঙে গিয়েছে বাসের সামনের কাঁচ । জানা গিয়েছে, ঘটনার সময় মেট্রোর কাজ চলছিল । বেশ কয়েকজন রেল কর্মী সেখানে কাজ করছিলেন । আচমকা বাসের ধাক্কায় গুরুতর জখম হন তিনজন । বাসের চালককে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে ।