হোটেলে ঢুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ব্যবসায়ীকে খুন দুষ্কৃতীদের। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। স্থানীয় সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ের একটি হোটেলে ওই মালিককে লক্ষ্য করে প্রায় ৫ রাউন্ড গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। সবকটি গুলি ওই ব্যবসায়ীর দেহে লাগে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই হাড়হিম ঘটনার দৃশ্য। ঠিক কী কারণে ওই হোটেল ব্যবসায়ীর উপর হামলা, তা জানা যায়নি।
ঘটনাস্থল থেকে সামান্য দূরে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।