আইপিএস অফিসারের পর্যবেক্ষণে (IPS Officer) ময়নাগুড়ি নাবালিকা নির্যাতনের তদন্ত (Maynaguri Rape Case Update) হবে। বুধবার এমনই নির্দেশ কলকাতা হাই কোর্টের। তবে কোন আধিকারিকের নেতৃত্বে তদন্তে হবে, তা জানানো হয়নি। নির্যাতিতার বাবাকে নিজের চেম্বারে আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তারপরই নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
বুধবার হাই কোর্টে নির্যাতিতার বাবার আইনজীবী কিশোর দত্ত জানান, "সিবিআই তদন্ত চাই না।" কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করেন মামলাকারী। তাঁর প্রশ্ন, "পরিবার প্রথম থেকে সিবিআই তদন্ত চেয়েছিল। এখন হঠাৎ করে তাঁরা বলছেন, সিবিআই চাই না। কী এমন ঘটনা হল, যে পরিবার তাঁদের বক্তব্য পরিবর্তন করল!" হুমকি ও চাপ দিয়ে বয়ান বদল করা হয়েছে, এমনই অভিযোগ মামলাকারীর। এরপরই নিজের চেম্বারে নির্যাতিতার বাবাকে ডাকেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সূত্রের খবর, নির্যাতিতার বাবা জানিয়েছেন, সিবিআইয়ের কাজ কী তারা তা নিয়ে কিছুই জানেন না। বরং পুলিশের কাজেই তিনি খুশি। তাই সিবিআইয়ের প্রয়োজন নেই। মূল অভিযুক্তের ভাই শাসকদলের নেতা। তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেই সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: আজ বৃহস্পতিবার, বাংলার মহিলাদের হাতে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী
এদিন হাই কোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ রাজ্য ও রাজ্য পুলিশের ডিজিতে নির্দেশ দেন, নির্যাতিতার পরিবারের জন্য পর্যান্ত নিরাপত্তা মোতায়েন করতে হবে। যাতে নির্যাতিতার পরিবারকে কোনও রকম হুমকি বা চাপ না দেওয়া যায়। এরপরই জানানো হয়, আইপিএস আধিকারিকের পর্যবেক্ষণে গোটা ঘটনার তদন্ত করা হবে।