রাজ্য সরকারের আবেদনকে মান্যতা দিয়ে DA নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার সময়সীমা কমিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে নবান্ন বাসস্ট্যান্ডে ৪৮ ঘণ্টা ধর্না কর্মসূচি চালাতে পারেন।
এর আগে বৃহস্পতিবার DA আন্দোলনকারীদের শর্তসাপেক্ষে ৭২ ঘণ্টা সভা করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। শুক্রবার সেই মামলার শুনানি ছিল।