আত্মবিশ্বাসের অভাব, ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্রকে সরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের কোনও মামলায় থাকতে পারবেন না তিনি। ইডির ডিরেক্টরকে হাই কোর্টের নির্দেশ, দ্রুত নতুন অফিসারকে নিয়োগ করা হোক। ৩ অক্টোবরের তদন্ত নিয়ে উপযুক্ত অফিসারকে পদক্ষেপ করতে হবে।
আগামী ৩ অক্টোবর, অভিষেক বন্দ্যোরপাধ্যায়কে তলব করেছে ইডি। অভিষেক যদিও বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি ওই দিন সিজিও কমপ্লেক্সে যাবেন না। শুক্রবার বিচারপতি সিনহা জানান, তদন্তের অনুসন্ধান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা দেখতে হবে ইডিকে। প্রয়োজনে যে কোনও পদক্ষেপ নিতে পারে ইডি। এরপরই তদন্তকারী অফিসার মিথিলেশকে সরানোর নির্দেশ দেন তিনি। ইডি কর্তাকে দ্রুত অপসারণের নির্দেশ কার্যকর করতেও বলেন বিচারপতি সিনহা।
ইডির তরফে এদিন হাই কোর্টে জানানো হয়, মোট ১৩১টি মামলা চলছে। এক একজনকে ২২টি করে মামলা সামলাতে হয়। ইডির এই যুক্তি মানতে চাননি বিচারপতি।