কাঁথি পুরসভার চেয়ারম্যানকে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের। ৩০ অগাস্টের মধ্যে টাকা জমার নির্দেশ। আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানার নির্দেশ। ‘ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে হাজতবাস করতে হবে’, হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের।
জানা গিয়েছে, কাঁথির প্রভাতকুমার কলেজের মাঠে বৈশাখি মেলা করতে চেয়ে পুরসভায় আবেদন করে কলেজের ছাত্র সংসদ। পুরসভা অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত আদালতের দারস্থ হয় ছাত্র সংসদ। ১৯ এপ্রিল পুরসভা সহ সমস্ত কর্তৃপক্ষকে অনুমতির নির্দেশ দেয় আদালত। কিন্তু সবার থেকে অনুমতি মিললেও অনুমতি দেয়নি পুরসভা। এই অভিযোগেই ফের আদালতে যায় ছাত্র সংসদ। সেই মামলাতেই এবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।