বন সহায়ক পদে নিয়োগকে কেন্দ্র করে জটিলতা অব্যাহত। এর আগে ২ হাজার জনের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মামলাকারীরা। এবার এই পদের জন্য রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। এখনই নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে পারবে না রাজ্য, এ কথাও জানিয়ে দিল হাইকোর্ট। শুধু তাই নয়, এর পাশাপাশিই, দু’হাজার অস্থায়ী কর্মীর প্যানেল বাতিলের যে নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিয়েছিল, আপাতত তার উপরেও স্থগিতাদেশ থাকবে বলে জানিয়ে দিল উচ্চ কলকাতা।
আরও পড়ুন: ছাত্র মৃত্যুর ঘটনায় খুনের ধারা যোগ করার প্রস্তাব কলকাতা হাইকোর্টের
উল্লেখ্য, বন সহায়ক পদে চুক্তিভিত্তিক বা অস্থায়ী পদে ২ হাজার জনের চাকরির প্যানেল অবৈধ জানিয়েছিলেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ ছিল, ২ মাসের মধ্যে পুরনো প্যানেল বাতিল করে ইন্টারভিউ নিতে হবে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল।