গার্ডেনরিচ কাণ্ডের পর কড়া কলকাতা হাইকোর্ট। বেআইনি নির্মাণ রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানিয়েছেন, শহরে একের পর বেআইনি নির্মাণ হলে কলকাতা হাইকোর্ট চোখ বন্ধ করে বসে থাকবে না। এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, নির্মাণে যুক্ত অভিযুক্তদের ভাল করে শিক্ষা দিতে হবে।
কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ
মঙ্গলবারের পর বুধবারও কড়া পর্যবেক্ষণ জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানে আদলত, অভিযুক্তদের জরিমানা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি প্রশাসনকেও আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
গার্ডেনরিচ কাণ্ডে মৃতের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। এরই মধ্যে মঙ্গলবার বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলা ওঠে কলকাতা হাইকোর্টে।