BJP worker dead at Moyna: ময়নার ঘটনায় নিহত বিজেপি কর্মীর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত, নির্দেশ হাইকোর্টের

Updated : May 03, 2023 13:06
|
Editorji News Desk

ময়নাতে নিহত বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহের দ্বিতীয় বার ময়না তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়নাতদন্ত। বিশেষ দল গঠন করেই ময়নাতদন্ত করবে কমান্ড হাসপাতাল। রাজ্যের পক্ষ থেকে দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। বিচারপতির আরও নির্দেশ, এখন তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় নিয়ে আসতে হবে এবং ময়নাতদন্তের পর আবার ফেরত নিয়ে যেতে হবে। চার সপ্তাহের জন্য পরিবারের নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, বাকচা অঞ্চলে বিজয়কৃষ্ণ ভুঁইঞা নামে বুথ সভাপতিকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। সোমবার রাত থেকেই এনিয়ে চাপানউতোর চলছে বাকচা এলাকায়। রাতেই তাঁর মৃত্যুর প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা।

জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, ময়না বিধানসভার বাকচা অঞ্চলের ২৩৪ নং বুথের সভাপতি ছিলেন বিজয়কৃষ্ণ ভুঁইঞা। অভিযোগ, সোমবার সন্ধেবেলা তাঁকে কেউ বা কারার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে বিজেপি নেতৃত্বে তাঁর খোঁজে তৎপর হয়। কিছুক্ষণ পর বিজয়কৃষ্ণর দেহ উদ্ধার হয়।

অন্যদিকে, বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালেও উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। ১২ ঘন্টার বন্‌ধ সফল করতে ময়নার বিভিন্ন জায়গায় পথ অবরোধে নেমেছেন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশের গাড়ি ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মীদের, ময়নার রাস্তায় আগুনও জ্বালিয়েও বিক্ষোভ দেখায় বিজেপি।

BJP

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?