SSC নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হতে চলেছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর । তবে, একমাত্র চাকরি বহাল রইল সোমা দাসেরই । নলহাটির মেয়ে সোমা ক্যানসার রোগী । চাকরির দাবিতে আন্দোলনে নেমেছিলেন তিনিও । ২০২৩ সালে চাকরি পান সোমা । মানবিকতার খাতিরে এদিন সেই চাকরি বহাল রাখল আদালত । অন্যদিকে, চাকরি হারিয়ে ভেঙে পড়েছেন অনামিকা রায় । উল্লেখ্য,ববিতা সরকারের চাকরিটা তিনিই পেয়েছিলেন ।
সোমা দাস যখন চাকরি পান, সেইসময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সোমা ক্যানসার রোগী এখবর অভিজিতের কানে পৌঁছতেই অন্য সরকারি চাকরির প্রস্তাব দেন তাঁকে । কিন্তু, সোমা রাজি হননি । তাঁর চোখে ছিল শিক্ষক হওয়ার স্বপ্ন । এরপরই হাইকোর্টের তরফে নবান্নে অনুরোধ জানানো হয়। তারপরই ২০২৩ সালে স্বপ্ন পূরণ হয় সোমার ।
কী বলছেন অনামিকা রায় ?
শিক্ষা দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পেয়েছিলেন ববিতা অধিকারী । সেই চাকরি পরে পান অনামিকা রায় । এদিনের রায়ের পর অনামিকা বলেন, 'এই রায় মেনে নিতে পারছি না। শুধু অযোগ্যদের বার করে দিতে পারত। গোটা প্যানেল বাতিল করে দেওয়ার কোনও মানে হয় না।'