কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা খেল নবান্ন (Nabanna)। গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির তদন্তভার কদিন আগেই সিবিআইয়ের (CBI) হাতে তুলে দিয়েছিল উচ্চ আদালত (SSC High Court)। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে জানিয়ে দিলেন, নবম ও দশম শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও স্বচ্ছতার অভাব রয়েছে বলে তিনি মনে করছেন। এই মামলার তদন্তও করবে সিবিআই।
আদালতের (Calcutta High Court) তরফে সিবিআইকে (CBI) বলা হয়েছে নবম দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ মামলায় বৃহস্পতিবারই এফআইআর (FIR) দায়ের করতে হবে। প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে শুক্রবার।
আরও পড়ুন: আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ জিডি বিড়লা সহ শহরের পাঁচটি স্কুল
শিক্ষক নিয়োগ মামলায় অনিয়ম নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। এদিন ওই মামলার শুনানি হয়। এরই প্রেক্ষিতে ঘটনায় তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইর্কোট (Calcutta High Court)। মামলার পরবর্তী শুনানি ২৭ এপ্রিল।
উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যে যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে চোখের জল ফেলছেন, তাঁদের দুর্দশা দূর করতে আমি যা করার করব। যাঁরা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, তাঁদের জন্য আমি একাই যথেষ্ট। আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব।