১০০ দিনের কাজের টাকা না মেলায় এবার কেন্দ্রীয় সরকারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার ওই মামলার ফের শুনানি রয়েছে। সেইদিন হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১০০ দিনের কাজের বকেয়া টাকা সংক্রান্ত দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়। তারমধ্যে একটি শুভেন্দু অধিকারী এবং অন্যটি পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি দায়ের করেছিল। ওই মামলার শুনানিতেই কেন্দ্রের হলফনামা জমার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম।
Read More- বৃষ্টি কমতেই বেজায় ব্যস্ততা হুগলির পটুয়াপাড়ায়, সরকারি অনুদান বাড়তেই প্রতিমার দামও চড়া
শুনানির সময় রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল ছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্য কখনও ভুল করেনা, এটা আমি বলব না। কিছু ভুল হতেই পারে। অনেক রাজ্যের ক্ষেত্রেই ভুল হয়। কিন্তু কেন্দ্র কী করছিল? রাজ্য় যে অ্য়াকশন টোকেন রিপোর্ট দিয়েছিল তার কী হল?"