রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যানের অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HighCourt)৷ সোমবারই এসএসসি (SSC) চেয়ারম্যান শুভঙ্কর সরকারের অপসারণের সুপারিশ হাইকোর্টের (Kolkata Hoghcourt)। শিক্ষা দফতরকে এ ব্যাপারে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন চেয়ারম্যানের (SSC Chairman) যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সিঙ্গল বেঞ্চ। জানানো হয়েছে ভুলের মাশুল হিসেবে অপসারণের সুপারিশ করেছে হাইকোর্ট। এসএলএসটি নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়েই এই নির্দেশ।
শুধু অপসারণই নয় চেয়ারম্যানকে ২০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata Highcourt) সিঙ্গল বেঞ্চ। এসএমএসে কীভাবে ৩দিন আগে কাউন্সেলিংয়ের বার্তা? কেন মেল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশপত্র?’ জানতে চেয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। মামলাকারীকে কাউন্সেলিংয়ের সুযোগ দিতে নির্দেশ কমিশনের (SSC)।