এক নাবালিকার গর্ভপাতের আবেদন নাকচ করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের বিচারপতি অনিরুদ্ধ রায়।
জানা গিয়েছে, ১২ বছরের ওই নাবালিকা ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। নাবালিকার গর্ভে যজম ভ্রুণ রয়েছে। হাসপাতাল জানিয়েছিল, আদালতের নির্দেশ না থাকায় গর্ভপাত সম্ভব নয়। এরপর নাবালিকার মা গর্ভপাতের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন।
অভিযোগ ছিল, তাঁর নাবালিকা মেয়ের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। চলতি বছরের মার্চে উত্তরবঙ্গের এক থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। বর্তমানে ওই নাবালিকা এক সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে পরীক্ষা করার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, গর্ভবতী ওই নাবালিকার গর্ভপাত করালে ব্যাপক রক্তক্ষরণ এবং সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। এমনকী কম বয়সের কারণে মৃত্যুর ঝুঁকিও থেকে যায়। সেই কারণেই এদিন নির্যাতিতার মায়ের আবেদন খারিজ করে দেয় আদালত।