প্রাথমিকে ফের ১৪৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court), ১৪৬ জনের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখে বুধবার ১৪৩ জনের চাকরি বাতিলের কথা জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এমনকি অবিলম্বে চাকরিপ্রার্থীদের বেতনবন্ধেরও নির্দেশ দেন তিনি। এর আগের সপ্তাহেও বাতিল হয়েছিল ৫৩ জনের চাকরি। এপর্যন্ত সবমিলিয়ে মোট ১৯২ জনের চাকরি গিয়েছে।
এর আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৬৮ কে জমা দিতে বলা হয়েছিল হলফনামা। এরপর হলফনামা খতিয়ে দেখেই চাকরি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা হাইকোর্ট।