রাজ্যের সংশোধনাগারগুলিতে মহিলা বন্দিদের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও গৌরাঙ্গ কাথঁয়ের ডিভিশন বেঞ্চ। কিছুদিন আগে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের মহিলা সংশোধনাগারগুলিতে ১৯৬টি শিশুর জন্ম দিয়েছেন বন্দি মহিলারা৷ এই বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। সব রাজ্যের কাছে তথ্য চাওয়া হয়েছে।
Dobra Murder: রোগী সেজে এসে সস্ত্রীক চিকিৎসককে খুন! ডেবরার ঘটনার তদন্তে পুলিশ
৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। ডিভিশন বেঞ্চ সব পক্ষকে নিয়ে বৈঠকের নির্দেশ দিয়েছে৷ জেলগুলিতে বাড়তি বন্দির ভিড়, মহিলা বন্দিদের স্বাস্থ্য, জেলে বন্দি মৃত্যু, অসুস্থ বন্দিদের মুক্তি-সহ নানা বিষয়ে আলোচনার মাধ্যমে সহমতের ভিত্তিতে রিপোর্ট দেবে রাজ্য।
মামলার শুনানিতে আদালত বান্ধব তাপস ভঞ্জ অভিযোগ করেন, সব জেলেই মহিলা বন্দিদের নিজেদের এনক্লোজারে যেতে হয় পুরুষ বন্দিদের সেলের সামনে দিয়ে। সেই সময় পুরুষ বন্দিরা 'হায়েনার মতো' আচরণ করেন। মহিলা বন্দিদের প্রেগনেন্সি টেস্টের দাবিও করেন তিনি। তবে আদালত তা খারিজ করেছে।