প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Tet Scam ) মামলায় কাঠগড়ায় আরও এক তৃণমূল নেতা । ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । শুক্রবার দুপুর ১টার মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবজ্যোতিকে । এই বিষয়ে আদালতের তরফে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যকে । দেবজ্যোতির (Debojyoti ghosh) বিরুদ্ধে চাকরি দেওয়ার বিনিময়ে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ।
বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলছিল । সেইসময় উঠে আসে দেবজ্যোতি ঘোষের নাম । অভিযোগ ওঠে, দেবজ্যোতির সঙ্গে মানিক ভট্টাচার্যের
যোগাযোগ ছিল । টাকার বিনিময়ে চাকরি দিতেন দেবজ্যোতি। এমনকি মামলাকারীর অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ব্যক্তিকেও চাকরি করে দিয়েছিলেন ।
আরও পড়ুন, Guidelines for schools safety: স্কুলের নিরাপত্তা নিয়ে কড়া মধ্য়শিক্ষা পর্ষদ, জারি সাত দফা নির্দেশিকা
বিচারপতির নির্দেশ, দেবজ্যোতি ঘোষ যাতে নির্দিষ্ট দিনে সময়মতো হাজিরা দেন, তা নিশ্চিত করতে হবে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটকে । সেই অনুযায়ী স্থানীয় থানাকে নির্দেশ দেওয়া হয়েছে । দেবজ্যোতি হাজিরা না নিলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।