দীর্ঘদিনের লড়াইয়ের সমাপ্তি হতে পারে সোমবার। কারণ, আজই নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ পর্ষদের একাধিক পদস্থ আধিকারিক রয়েছেন জেলে। ফলে এদিনই তাঁদের ভাগ্য নির্ধারিত হবে। অন্যদিকে ২৫ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎও নির্ভর করছে এদিনের রায়ে।
সুপ্রিম কোর্ট কী জানিয়েছিল?
শিক্ষক দুর্নীতি মামলা নিয়ে আগেই বড় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, ৬ মাসের মধ্যে বেঞ্চ তৈরি করে এই মামলার নিস্পত্তি করতে হবে। এরপরেই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। যদিও ৬ মাস আগেই মামলার রায় দান হতে চলেছে।
মামলাকারীদের অভিযোগ, নিয়ম না মেনে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে। এবং তারজন্য জড়িত রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা থেকে মন্ত্রীরা। এবার সেই মামলারই রায় ঘোষণা উচ্চ আদালতের।
রাজনৈতিক মহলের মত, ভোটের মাঝে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রায় সরকারের বিপক্ষে গেলে তার প্রভাব পড়তে পারে EVM-এ। এমনকি প্রচারের হাতিয়ারও বানিয়ে তুলবে বিরোধীরা।