এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) কন্যা অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikary) নিয়ে ফের নতুন তথ্য এল সিবিআইয়ের (CBI) হাতে। শুধু বেআইনি চাকরিই নয়, বাড়ির কাছের স্কুলে অঙ্কিতার নিয়োগও আইন না মেনেই হয়েছিল। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) (SSC) -এর তরফে দেওয়া স্কুলের তালিকার মধ্যে থেকে কোনও স্কুলেই যোগ দেননি মন্ত্রি-কন্যা অঙ্কিতা। সেখানেও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি বেছে নেন বাড়ির সামনের একটি স্কুলকে। এ খেত্রেও মন্ত্রী-বাবার 'ক্ষমতা' কাজে লাগানো হয়েছে বলে তদন্তকারীদের অনুমান।
দ্বিতীয় কাউন্সেলিংয়ে ডাক পেয়ে অঙ্কিতা ১৩টি স্কুলের মধ্যে বেছে নেন বেলপাহাড়ি গার্লস হাই স্কুলের নাম। অথচ তিনি যোগ দেন বাড়ির এক কিলোমিটারের মধ্যে অবস্থিত ইন্দিরা গার্লস হাই স্কুলে। এই স্কুলেই অঙ্কিতা এক সময় পড়াশোনা করতেন।
Purulia DM: নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগ, বদলি করা হল পুরুলিয়ার জেলাশাসককে
অঙ্কিতার জন্য বরাদ্দ তালিকায় ছিল বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলার দু’টি করে এবং দক্ষিণ ২৪ পরগনার চারটি ও বাঁকুড়ার একটি স্কুলের নাম। অর্থাৎ, রাজ্যের তালিকা না মেনে বেআইনি ভাবে ইচ্ছামতো স্কুলে চাকরি নিয়েছেন অঙ্কিতা। ইন্দিরা গার্লস হাই স্কুলে সে সময় শূন্যপদ ছিল কি না তা-ও স্পষ্ট নয়।