অনুব্রত মণ্ডলের (Anubrata Monda) মেয়ে সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে এবার এক কোটি টাকার হদিশ পাওয়া গেল। ফিক্সড ডিপোজিট হিসেবে আছে ওই টাকা। বৃহস্পতিবার বীরভূমের বোলপুরের ইন্ডিয়ান ব্যাঙ্কে যান সিবিআই আধিকারিকরা। সেখানে তাঁরা ব্যাঙ্কের নথিপত্র খতিয়ে দেখেন। সিবিআই সূত্রে খবর, সেখানেই ওই ফিক্সড ডিপোজিটের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছে।
গরুপাচার কাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করার পর তাঁর সম্পত্তির হদিশ পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। সুকন্যার নামে বেশ কয়েক জায়গায় জমির সন্ধান পেয়েছিলেন গোয়েন্দারা। সুকন্যার নামে ইন্ডিয়ান ব্যাঙ্কে এক কোটি টাকার ফিক্সড ডিপোজিটের সন্ধান পাওয়া গিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুকন্যার ফিক্সড ডিপোসিট অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। গরুপাচার মামলায় CBI-এর নজরে রয়েছেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও।
আরও পড়ুন: ফের ডেঙ্গুর থাবা রাজ্যে, মৃত্যু হল বেলুড়ের ছ'মাসের এক শিশুর
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শান্তিনিকেতনের রতন কুঠিতে CBI-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় এক বেসরকারি ব্যাঙ্কের দুই আধিকারিকের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাঙ্কে অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে কিছু ব্যক্তির অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্ট থেকে বছরে কত টাকা লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখছে CBI।