গরুপাচার মামলায় আরও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শুক্রবার আসানসোলের বিশেষ আদালতে ১১৫টি অ্যাকাউন্টের বিশদ বিবরণ জমা দিয়েছে সিবিআই। সিবিআইয়ের দাবি, রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য জমা নেওয়া আধার কার্ড ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে।
সূত্রের খবর, সিবিআই আদালতে দাবি করেছে, স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে বিভিন্ন পঞ্চায়েতে আধার কার্ড জমা নেওয়া হয়। সেগুলি ব্যবহার করেই এই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি হয়েছে। সিবিআইয়ের দাবি, ভুয়ো অ্যাকাউন্টগুলির ১৬ জনকে খুঁজে পাওয়া গিয়েছে। তাঁরা কেউই অ্যাকাউন্টের বিষয় জানেন না বলে দাবি সিবিআইয়ের। এদের মধ্যে ১২ জন সই করতেই জানেন না।
শুক্রবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ আদালতে তোলা হয়। বিচারক বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে ফেরে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তীর শুনানি। সিবিআই জানিয়েছে, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যের অ্যাকাউন্ট থেকে বোলপুরের ভোলেবোম চালকলে টাকা পাঠানো হয়েছে।