রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সি বি আই। বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে হাজির দিতে বলা হয়েছে।
জানা গিয়েছে, গত কয়েকমাসে রাজ্যে নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে একাধিক তথ্য পাওয়া গেছে। তার মধ্যে মণীশের সম্পর্কেও বেশ কিছু নতুন তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মণীশ জৈনকে।
সূত্রের খবর নিয়োগকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছে CBI। তবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, তিনি মন্ত্রী থাকলেও নিয়োগ সংক্রান্ত কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতেন না। শিক্ষাসচিব তাঁর কাছে যে ফাইল পাঠাতেন শুধুমাত্র সেখানে তিনি সই করতেন।
যদিও সূত্রের খবর এখানেই সন্দেহ দানা বাঁধছে তদন্তকারী অফিসারদের। কারণ, মণীশ যদি ফাইল শুধু সই করার জন্য পার্থর কাছে পাঠাতেন তাহলে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত কে নিতেন? সম্ভবত এই বিষয়েই আরও তথ্য জানার চেষ্টা করছে CBI ।
ইতিমধ্যে বিকাশভবনের মণীশ জৈনের ঘরে হানা দিয়েছিল CBI আধিকারিকরা। তাঁকে সেখানেই বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।