‘ভোট-পরবর্তী হিংসা’ (Political violence in West Bengal) মামলায় সিবিআই (CBI) এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল কংগ্রেস বিধায়ককে তলব করল। তাঁরা হলেন লাভপুরের বিধায়ক অভিজিত্ সিংহ এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ।
কলকাতা হাই কোর্টের নির্দেশে ‘ভোট-পরবর্তী হিংসা’ মামলার তদন্ত করছে সিবিআই। শনিবার সিবিআই দুর্গাপুরের এনআইটি-তে তাদের অস্থায়ী শিবিরে ওই দুই বিধায়ককে তলব করেছিল। তলব পেয়ে দুই বিধায়ক শনিবার সকালে সেখানে উপস্থিত হন। সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
Anubrata Mondal: সিবিআইয়ের জেরার ধকল, স্বাস্থ্য পরীক্ষা করাতে এসএসকেএমে অনুব্রত মণ্ডল
সূত্রের খবর বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় জেরা করার জন্য সিবিআই ওই দুই তৃণমূল বিধায়কদের নোটিস পাঠিয়েছে। যদিও দুই বিধায়কই দাবি করেছেন, কেন তাঁদের তলব করা হয়েছে তা সিবিআইয়ের তরফে তাঁদের জানানো হয়নি। অভিজিৎ বলেন, ‘‘সিবিআই আমাকে ডেকেছে। এক জন কর্তব্যনিষ্ঠ নাগরিক হিসাবে যাচ্ছি। তদন্তে সব রকম সহযোগিতা করব।’’
উল্লেখ্য, এই মামলায় কয়েক দিন আগেই কলকাতায় সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা জেরা করেন সিবিআই আধিকারিকরা। এছাড়া দুর্গাপুরের অস্থায়ী শিবিরে- কিছু দিন আগে বীরভূম এবং বর্ধমানের প্রায় আট জন তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতি এবং বেশ কিছু তৃণমূল নেতা-কর্মীদের তলব করেছিল সিবিআই।