এসএসসি দুর্নীতি মামলায় আজ, বুধবার ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই (CBI summons Partha Chatterjee)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, আগেরবার জেরার সময় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বয়ানে কিছু অসঙ্গতি মিলেছিল । সব প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি । তাই তাঁকে বুধবার ফের তলব করা হয়েছে ।
গত বুধবারই এসএসসি (SSC scam) দুর্নীতি মামলায় টানা সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশ মেনে বিকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে ন’টা নাগাদ হাসিমুখেই সিবিআই দফতর থেকে বেরোতে দেখা যায় তাঁকে । সিবিআই সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে মূলত দুদফায় তিনটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । এসএসসি-র উপদেষ্টা কমিটি, শিক্ষক নিয়োগ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ- এই বিষয়গুলি নিয়ে জেরা করা হয় । জানা গিয়েছে, সব প্রশ্নের সদুত্তর পাননি সিবিআই আধিকারিকরা । তাঁর কাছে এই বিষয়ে আরও তথ্য জানতে চায় সিবিআই (CBI) । তাই তাঁকে বুধবার ফের তলব করা হয়েছে ।
আরও পড়ুন, Bimal Gurung's hunger strike: জিটিএ নির্বাচনের বিরোধিতায় আজ অনশনে বসছেন বিমল গুরুং
এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) রক্ষাকবচের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । পার্থের জন্য রক্ষাকবচ চেয়ে শুক্রবারই আদালতে যান তাঁর আইনজীবিরা । আদালতকে(Calcutta High Court) তাঁরা জানান, পার্থের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না করা হয় । একইসঙ্গে, আদালতের কাছে আইনজীবিদের আবেদন ছিল, সিবিআই যেন পার্থকে(Calcutta High Court Division Bench) হেফাজতেও না নেয় । কিন্তু শুক্রবার দুপুরে ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয় ।