গরু পাচার-কাণ্ডে এ বার জেল হেফাজতে CBI জেরার মুখে অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সিবিআই আধিকারিকদের ৪ জনের একটি দল পৌঁছে যায় আসানসোল সংশোধনাগারে। অনুব্রতকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। জেরার মুখে পড়েন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনও।
মঙ্গলবার আসানসোল সংশোধনাগারে অনুব্রতকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। আধিকারিকদের হাতে ছিল একগুচ্ছ নথি। CBI সূত্রে খবর, গরুপাচার-কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতের মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠদের নামে একাধিক সম্পত্তির খোঁজ পেয়েছে ওই তদন্তকারী সংস্থা। ওই সব সম্পত্তির উৎস জানতে সংশোধনাগারে যান সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন- Jawhar Sircar: 'তৃণমূলের একটা অংশ পচে গিয়েছে', পার্থ কাণ্ডের পর মুখ খুললেন তৃণমূল সাংসদ জহর সরকার
অনুব্রতকে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনাচক্রে, এর মধ্যেই আগামী ১ সেপ্টেম্বর সিপিএমের করা অভিযোগের ভিত্তিতে অনুব্রতকে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় সল্টলেক আদালতে তলব করা হয়েছে।