বৃহস্পতিবার হাঁসখালির নির্যাতিতার বাড়িতে পৌঁছল সিবিআই আধিকারিকদের দল। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা হল তদন্তকারী দলের প্রতিনিধিদের। এদিন দুপুরেই তাঁরা যেতে পারেন ঘটনাস্থলে।
অন্যদিকে ভারতী ঘোষের নেতৃত্বে বৃহস্পতিবার হাঁসখালিতে যাওয়ার কথা বিজেপি-র ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ দলের। এদিন দুপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কথা তাঁদেরও।
হাঁসখালির ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর বুধবার রাত থেকে তদন্ত শুরু করে সিবিআই এর তদন্তকারী দল। বুধবার গভীর রাতে থানায় যান তিন তদন্তকারী অফিসার।
সূত্রের খবর, বুধবার রাতে থানায় গিয়ে সিবিআই টিম কেস সম্পর্কে যাবতীয় তথ্য পুলিশের থেকে সংগ্রহ করে। কেস ডায়েরি নেন তাঁরা। হাঁসখালি ঘটনার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের সঙ্গেও কথা বলেন। সিবিআই টিমে দুজন মহিলা অফিসার ছিলেন।
গত শনিবার হাঁসখালির ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার ছেলে ব্রজগোপাল গোয়ালার বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধর্ষণের পরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় ওই যুবতীর। প্রমাণ লোপাট করার জন্য রাতারাতি তার দেহ দাহও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। গত কয়েকদিনে এই ঘটনা ঘিরে চাপানউতর চলছে। ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। এবার সেই তদন্তই শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অন্যদিকে হাঁসখালির শ্মশানে থেকে উদ্ধার হয়েছে হাড়ের টুকরো, পাঠানো হচ্ছে ফরেন্সিক পরীক্ষায়।