আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরই মধ্যে তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ঘটনাস্থলের 3D ম্যাপিংয়ের পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। জানা গিয়েছে তাঁর পলিগ্রাফি টেস্টের অনুমতি দিয়েছে CBI এর বিশেষ আদালত।
মোট চারদিন তাঁকে ডেকে পাঠানো হয়েছে CBI অফিসে। সূত্রের খবর একাধিক প্রশ্ন তাঁর কাছ থেকে জানতে চেয়েছেন তদন্তকারীরা। তারমধ্যে কয়েকটি প্রশ্নের জবাব অতি দ্রুততার সঙ্গে খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা।
কী কী প্রশ্ন করা হয়েছে সন্দীপ ঘোষকে?
সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-তে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সন্দীপ ঘোষকে কী কী প্রশ্ন করা হয়েছিল।
প্রশ্ন তালিকা-
ওই প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, বিগত তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করলেও তদন্তকারীদের কোনও সদুত্তর দিতে পারেননি সন্দীপ ঘোষ। সেই কারণে একাধিকবার তাঁকে ডেকে পাঠানো হচ্ছে।