আজ, রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে মাতৃ দিবস (Mother's Day 2022)। কিন্তু তার আগে এক অভিনব উদ্যোগে এই দিনটা পালন করে সবাইকে চমকে দিল এ রাজ্যের (West Bengal) জলপাইগুড়ির (Jalpaiguri) একটি সরকারি স্কুল। শনিবার স্কুলের উদ্য়োগেই হল মাতৃ পুজো। ইন্দোনেশিয়ায় (Indonesia) এমন একটা দিন আছে, যেদিন আক্ষরিক ভাবেই মাতৃ পুজো করা হয়। সেই ভাবনা থেকেই এই মাতৃ পুজোর আয়োজন করেছিল বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এই স্কুলের এমন উদ্য়োগ রাজ্যে তো বটেই, এমনকী ভারতেও সম্ভবত প্রথম হয়ে রইল।
স্কুলপড়ুয়ারা জানাল,এদিন তারা মাকে পুজো করল। আর সেই সঙ্গেই ভবিষ্যতে মা-বাবার প্রতি যত্নশীল হওয়ার শিক্ষাও নিল। অভিভাবকদের মতে, বর্তমান সময়ে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে, ছেলে-মেয়েরা তাদের বাবা-মায়ের প্রতি উদাসীন। শনিবারের অনুষ্ঠান থেকে শিশুরা শিখল বাবা-মায়েদের প্রতি কীভাবে তারা দায়িত্ব পালন করবে। এটা সমাজে একটা ভাল বার্তা দেবে বলেই আশা অভিভাবকদের।
স্কুলের ছাত্রছাত্রীরা সকলে লাইন দিয়ে তাঁদের মায়েদের পায়ে জল দেয়। ধুয়ে দেয় মাতৃচরণ। এরপর কচিকাঁচারা সকলে তাঁদের মা ও বাবার প্রতি দায়িত্বশীল হবে বলে শপথ গ্রহণ করে। মায়ের মুখে পায়েসও তুলে দেয় তারা। ধূপগুড়ির প্রাইমারি স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরাও। ধূপগুড়ির এই বটতলী স্বর্ণময়ী প্রাইমারি স্কুল এলাকাতেও বেশ জনপ্রিয়। গত কয়েকবছর ধরেই মিড ডে মিল ও অন্যান্য বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছে এই স্কুল। বারবার উঠে এসেছে শিরোনামে। সেই তালিকাতেই নতুন সংযোজন মাতৃপুজো (Jalpaiguri)। এমনটা আগে কখনও কোনও স্কুলে দেখা যায়নি।