পুজোর (Festive Session) আগে সুখবর। সপ্তম পে কমিশনের অধীনে ৪ শতাংশ DA বাড়াল কেন্দ্র (Central Government DA Hike)। ১ জুলাই থেকে বর্ধিত ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এতদিন পর্যন্ত ৪২ শতাংশ DA পেতেন কর্মচারীরা। এবার তা বেড়ে দাঁড়াল ৪৬ শতাংশ।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার (Central Cabinet Meeting) বৈঠকে DA বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দীর্ঘদিন ধরেই সপ্তম পে কমিশনে কবে DA বাড়বে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে উৎসবের মরশুমের আগেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের DA বৃদ্ধির সুখবর দিল কেন্দ্র। ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৮ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা পাবেন।
আরও পড়ুন: প্রচারের আলো যাঁদের ওপর পড়েই না, রবীন্দ্র সংঘের থিম পুজোয় এবার তাঁদেরই প্রচার