বিধাননগরের পুরভোটে (Bidhannagar Corporation election) কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই। বৃহস্পতিবার এ-কথা জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট(Calcutta High court)।
২০১৫ সালে বিধাননগরের পুরভোটে ব্যপক রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছিল। বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার উদাহরণ টেনে এবারের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা করেন আদালতে। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: Pm on Up poll : লখনউ-সহ পাঁচ রাজ্যেই লক্ষ্যভেদ করবে বিজেপি, প্রত্যয়ী প্রধানমন্ত্রী
হাই কোর্ট জানিয়েছে, প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই নির্বাচন কমিশনকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কমিশন ও প্রশাসনের বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। আগামী ১২ ঘণ্টার মধ্যে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
হাই কোর্টের তরফে আরও জানানো হয়, যদি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট না হয়, সেক্ষেত্রে পুরভোটে অশান্তি নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। অশান্তি হলে ব্যক্তিগতভাবে দায়ী হবেন রাজ্য নির্বাচন কমিশনার।