কালনায় রূপম ইসলামের অনুষ্ঠানে ফের বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গিয়েছে। অস্ত্র সহ আটকও করা হয়েছে কয়েকজন যুবককে।
কালনায় পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়েছিল। বুধবার ওই মেলায় সঙ্গীতানুষ্ঠান করতে হাজির হয়েছিলেন রূপম ইসলাম। অনুষ্ঠান চলাকালীন হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। এর আগে দমদমেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল।
কালনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ যায়। তারা লাঠিচার্জ শুরু করে বলে খবর। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকজন যুবককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। যদিও মেলায় অস্ত্র নিয়ে কী করছিল ওই যুবক তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।