কলেজ উন্নয়ন খাতে বরাদ্দ থেকে তোলা চাওয়ার অভিযোগ। প্রতিবাদ করার আক্রান্ত ইতিহাস বিভাগের অধ্যাপক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের কলেজে। অভিযোগ, ছাত্রদের একাংশ ও বহিরাগতদের মারে মাথা ফাটে অধ্যাপক রামকৃষ্ণ মন্ডলের। অভিযুক্তদের প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলে অভিযোগ। অধ্যাপকের বিরুদ্ধে পাল্টা চতুর্থ সেমেস্টারের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়েছে।
আক্রান্ত অধ্যাপক দাবি করেছেন, পরিচালক সমিতির নির্দেশে কলেজের পাঁচিল নির্মাণের বরাদ্দ টাকা দেখভাল করতেন তিনি। সমিতির সভাপতি শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এই নিয়েই শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, পড়ুয়াদের কয়েকজন ও বেশ কিছু বহিরাগত, হুমকি দিচ্ছিল। এই বিষয়টি তিনি বিধায়ককে জানিয়েছিলেন। শুক্রবার কলেজের মধ্যে গালিগালাজ শুরু করেন। কদেলর কর্মচারীরা প্রতিবাদ করলে, তাঁদেরও কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ।
যদিও অভিযুক্তকা জানিয়েছেন, হট্টগোলের মাঝে অধ্যাপক নিজেই পড়ে যান। দরজায় লেগে আঘাত পান তিনি। কেউ তাঁর গায়ে হাত তোলেননি। পরিচালন সমিতির সভাপতি ব্রজ গোস্বামী জানিয়েছেন, ছাত্রদের সঙ্গে শিক্ষকের কী নিয়ে সমস্যা, তিনি জানেন না। তবে তোলাবাজির কোনও বিষয় এখানে নেই। পুলিশ-প্রশাসন খতিয়ে দেখছে গোটা বিষয়টি।