বুধবারের বারবেলায় সংসদে রং বোমা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, দেশের বাকি প্রশাসনিক দফতরগুলির নিরাপত্তা কেমন ? বৃহস্পতিবার সকালে নিজের প্রশাসনিক দফতর নবান্নে এসে নাকি খানিকটা চমকেই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ থেকে ফিরে এদিনই তিনি নবান্নে আসেন। অন্যদিন তিনি সদর দফতরে আসেন বেলা ১১টার পরেই। কিন্তু এদিন অনেকটা আগেই এসে গিয়েছিলেন নিজের দফতরে। সূত্রের খবর, সেই সময়ে নাকি তাঁর দফতরে গিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কোনও অফিসারের দেখা পাননি মুখ্যমন্ত্রী। পরে অবশ্য তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান অফিসারকে বিষয়টি দেখার কথা বলেন।
নজরদারি করতে আচমকা পৌঁচ্ছে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে। এর আগে অনেকবারই নবান্নের বিভিন্ন দফতরে গিয়ে কাজ দেখেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সারপ্রাইজ ভিটিসে অনেক সময় কাজ হয়েছে বলেও ওয়াকিবহাল মহলের দাবি। তবে নবান্নে সূত্রে জানানো হয়েছে, বুধবারের ঘটনার পর নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে।