ফেস্টিভ মুডে শহর কলকাতা । ২৫ ডিসেম্বরের সকাল থেকেই রাস্তায় ঢল নেমেছে মানুষের । চিড়িয়াখানা, নিকো পার্ক থেকে শুরু করে ইকো পার্ক...সব জায়গায় বেশ ভালই ভিড় । তবে শুধু কলকাতা নয় , বড়দিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন পিকনিক স্পট, পর্যটনস্থলগুলিতেও ভিড় করেছেন কচিকাচা থেকে বড়রা । সুন্দরবন, মাইথনে দেখা গেল সেই ভিড়ের ছবি ।
খুব কম সময়ে কাছাকাছির মধ্যে পছন্দের পর্যটনস্থল হল সুন্দরবন । বড়দিনে সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ ভিড় করেছেন সেখানে । ক্যানিং স্টেশনে থিকথিকে ভিড় । লঞ্চগুলিতেও ভিড় চোখে পড়ার মতো । বাঘ কিন্তু, এখানকার সবথেকে বড় আকর্ষণ । তাই, বাঘ দেখার আশায় রয়েছেন পর্যটকরা ।
অন্যদিকে, আসানসোলের অন্যতম পর্যটনকেন্দ্র মাইথন । বড়দিনে সেখানে পিকনিকের আমেজে দেখা গেল পর্যটকদের । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকরা পিকনিক করতে আসে মাইথন জলাধারে, ঠিক তেমনই পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ডের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকদের আগমন ঘটে । মাইথন জলাধারে নৌকাবিহারেও মেতে ওঠেন সকলে । সবমিলিয়ে পর্যটকদের আগমনে জমজমাট মাইথন পর্যটন কেন্দ্র।