বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার তদন্ত চালাচ্ছে CID এবং বাংলাদেশ পুলিশ। সেই ঘটনার তদন্তে এবার ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য চাইল তারা। খুন হওয়া সাংসদ আনোয়ারুল আজিমের দেহাংশ উদ্ধার করতে নৌসেনার সাহায্য চাওয়া হয়েছে।
সাংসদ খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারের দাবি ছিল খুনের পর দেহ টুকরো টুকরো করে পোলেরহাটের একটি ডোবায় ফেলে দিয়েছে। কিন্তু ডুবুরি নামিয়েও সেখান থেকে কিছু পায়নি CID। আর সেকারণে নৌবাহিনীর উন্নত প্রযুক্তি দিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।
Read More- প্রস্তুতি ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স হার্দিকের, হাফসেঞ্চুরি পন্থের, জয় ভারতের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৌসেনার কাছে উন্নত প্রযুক্তির একাধিক যন্ত্রা থাকে। সাংসদের দেহাংশ মাটির সঙ্গে মিশে গেলেও নৌসেনার ওই যন্ত্রাংশ দিয়ে উদ্ধার করা সম্ভব। আর সেকারণে সি আই ডি কর্তারা নৌসেনার সাহায্য চেয়েছে।
ইতিমধ্যে নিউ টাউনের ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার করেছেন গোয়েন্দারা। যদি সেগুলি সাংসদের দেহাংশ কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। যদিও সাংসদের দেহের হাড় কিংবা মাথার অংশ এখনও উদ্ধার করতে পারেনি তদন্তকারী।