কামদুনি কাণ্ডের মুখ মৌসুমী কয়ালের বাড়িতে গিয়ে দেখা করে এলেন সি আই ডি আধিকারিকরা। শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তাঁরা। নির্যাতিতার দাদার সঙ্গে দেখা করতে চাইলেও তাঁর দেখা পাওয়া যায়নি।
শুক্রবার কামদুনি গণধর্ষণের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। দোষীদের ফাঁসির সাজা রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় উচ্চ আদালত। ওই রায় ঘোষণার পরে শুক্রবার রাতেই মৌসুমী কয়ালের বাড়িতে পৌঁছয় সি আই ডি। সঙ্গে ছিল রাজারহাট থানার প্রচুর পুলিশ। যদিও ঠিক কী কারণে গভীররাতে মৌসুমীর বাড়িতে গেলেন সেবিষয়ে মুখ খোলেননি আধিকারিকরা।
Read More- হাইকোর্টের রায়ে অখুশি টুম্পা-মৌসুমী, শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি
সূত্রের খবর, হাইকোর্টের রায় মেনে নেয়নি রাজ্য সরকারও। রাজ্যের হয়ে পুরো বিষয়টি দেখভাল করছে সি আই ডি। ইতিমধ্যে ডি আই জি স্তরের এক অফিসারের অধীনে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে।