তৃণমূল প্রসঙ্গে বেসুরো শুভাপ্রসন্ন। দলের তরফে সমস্যা মেটাতে চাওয়া হলেও থামতে চাইছেন না শিল্পীই। প্রথমে কুণাল ঘোষ, তারপর সায়নী ঘোষ, একের পর এক দলের তৃণমূল নেতা নেত্রীর সঙ্গে বাদানুবাদ হচ্ছে তাঁর। শুভাপ্রসন্ন প্রসঙ্গে সায়নী ঘোষের মন্তব্য, তাঁর ‘প্রত্যাশা’ পূরণ হয়নি। যার জবাবে শুভাপ্রসন্ন বলেন, ‘‘ওঁর কবে জন্ম হয়েছে? কী জানেন উনি আমাদের লড়াই সম্পর্কে?’’
‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের বিরোধিতা করেন শুভাপ্রসন্ন। বিতর্কের সূত্রপাত মঙ্গলবার। শুভাপ্রসন্ন জানিয়ে দেন ‘‘আমি অবস্থান থেকে সরে আসব কেন? আমি হিপোক্রিট নই আর আমি চুড়ি পরি না।’
শিল্পী প্রসঙ্গে সায়নীর মন্তব্য,
‘‘অনেকের অনেক সময় প্রত্যাশা না মিটলে বিরূপ মন্তব্য করেন। আমার মনে হয় শুভা’দার ক্ষেত্রে সেটাই ঘটেছে।’’
সায়নীর কথার জবাবে পাল্টা শুভাপ্রসন্ন তৃণমূলের উত্থানে সায়নীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ‘‘দলের সুখের সময়ে যাঁরা এসেছেন, ইতিহাস নিয়ে যাঁরা কিছুই জানেন না, তাঁদের সম্পর্কে কিছু বলতে ইচ্ছা করে না। রুচিতে বাধে"।