এবার বিধায়ক বনাম তৃণমূল নেত্রী। বাংলার শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হুগলির বলাগড়। এই ঘটনার আগেই তাঁর উপর হামলার আশঙ্কা করেছিলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অভিযোগ করেছিলেন বিরোধী গোষ্ঠীর নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন রুনা। পাল্টা দাবি করেছেন, খবরে থাকতে চান বিধায়ক। তাই কুৎসা রটাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, বলাগড়ে বিধায়কের দফতরে হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিধায়ক ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িও। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই। এই ঘটনার পর বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অভিযোগ, রুনা খাতুন নাকি দল পাঠিয়ে তাঁর দফতরে ভাঙচুর চালিয়েছে। এবার তাঁর পাল্টা দেওয়ার পালা বলেও দাবি বিধায়কের।
স্থানীয়দের মতে, বেশ কয়েকমাস ধরেই বলাগড়ে মনোরঞ্জন বনাম রুনার দ্বন্দ্ব চলছে। এই ঘটনা তৃণমূলের উপরতলা পর্যন্ত গিয়েছে। মূলত স্কুলে চাকরি দেওয়া কেন্দ্র করেই রুনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বুধবার তিনি জানিয়েছিলেন, এই ব্যাপারে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে মামলাও করবেন।