পঞ্চায়েতের আগে টাকার হিসেব চাইলেন রাজ্যের মুখ্যসচিব। ১৯ এপ্রিলের ডেডলাইন বেঁধে দফতর ধরে ধরে প্রকল্পভিত্তিক হিসেব চেয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই হিসেব দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কত কাজ হয়েছে, বরাদ্দের কতটুকুই বা খরচ হয়েছে- সমস্ত কিছু লিখিত আকারে জমার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
জানা গিয়েছে, ওই রিপোর্ট কার্ড দেখার পর ২৬ এপ্রিল প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, যুগ্মসচিবদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে সরকারপক্ষের এই বৈঠক সুদূরপ্রসারী তাৎপর্য আছে বলেই মত রাজনৈতিক শিবিরের।
আরও পড়ুন- Gold Price Today: পয়লা বৈশাখের আগে স্বস্তি, লক্ষ্মীবারে দাম কমল সোনার