প্রাইমারি সেকশনে চালু হবে না সেমিস্টার পদ্ধতি। পর্ষদের সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফলে পুরনো পরীক্ষা পদ্ধতিই চালু থাকবে প্রাথমিক স্তরে। এমনকি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে ওই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধমক দেন মমতা।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, প্রাথমিক স্তরেও আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু করা হবে।
বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সব দফতরের কাজের হিসেব নিচ্ছিলেন তিনি। সেইসময় শিক্ষা দফতরের কাজের খতিয়ান জানতে চেয়ে প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করা নিয়ে প্রশ্ন তোলেন।
মুখ্যমন্ত্রীর দাবি, প্রাথমিকে সেমিস্টার চালু করা হলে তা শিশুদের উপর বাড়তি বোঝা তৈরি হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষায় নীতিগত এত বড় সিদ্ধান্ত নেওয়া হলেও তাঁকে জানানো হয়নি। সেই কারণে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁকে জানানোর আগেই কীভাবে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হল সেই নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি চান পড়ুয়াদের ভার কমাতে। এমনকি ভালো করে কথাও বলতে শেখেনি তারা। তারপর কীভাবে এত বড় সিদ্ধান্ত নেওয়া হল সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।