মালদার তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। তদন্তকারীরা জানতে পেরেছেন, খুনের ১০ দিন আগে থেকে মালদার বিভিন্ন জায়গা রেইকি করে দুষ্কৃতীরা। পালানোর জন্য এলাকার বিভিন্ন গলির সন্ধানও করে তারা।
দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে একজনের নাম মহম্মদ সামি আখতার। সে বিহারের কাটিহারের বাসিন্দা। এবং ইংরেজবাজারের বাসিন্দা টিঙ্কু ঘোষকেও গ্রেফতার করা হয়।
এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে শুক্রবার সকালেই মালদায় পৌঁছন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী ববি হাকিম। সেখানে পৌঁছে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যান তিনি। সেখানে স্থানীয় নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলেন।
এদিকে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তৃণমূল কংগ্রেস নেতা খুনে দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি, পুলিশের গাফিলতিরও অভিযোগ তোলেন তিনি।