বুধবার হিঙ্গলগঞ্জের উপকূলের বাসিন্দাদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বেলা ১টা নাগাদ ইছামতীর গেস্ট হাউজ থেকে বের হন তিনি। লঞ্চ সফরে হাসনাবাদের একটি ঘাটে নামেন। সেখানকার একটি প্রাথমিক স্কুলে যান মুখ্যমন্ত্রী। এরপর টাকির খাঁপুকুরে একটি গ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে স্টিলের থালায় ভাত, ওলের তরকারি, ট্যাংরা মাছের ঝোল সহযোগে দুপুরের খাওয়া সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে এক ঝলক দেখতে তখন গ্রামের সেই বাড়িতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: ১০ হাজারেই নতুন গাড়ি, বাতিল জিনিস দিয়ে গাড়ি বানিয়ে তাক লাগালেন শান্তিপুরের সঞ্জয়
এরপর গন্তব্য হাসনাবাদের প্রাথমিক স্কুল। সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বললেন তিনি। পড়ুয়াদের হাতে পোশাকও তুলে দিলেন।