রাস উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব নদিয়ায় । সেজে উঠেছে নবদ্বীপ, শান্তিপুর । আর এই উৎসবের আবহে তিনদিনের জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই কৃষ্ণনগর সার্কিট হাউসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী । আজ, বুধবার কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে তাঁর । সভার পর তিনি রাস উৎসবে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে । দলীয় সূত্রে খবর, শান্তিপুরে রাস উৎসব উপলক্ষে এদিন, বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী ।
শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি । ওই বাড়িরই বংশধর শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী । রাস উপলক্ষে সেজে উঠেছে বিধায়কের বাড়ি । মুখ্যমন্ত্রী আসছেন । তাই প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে । মঙ্গলবার সকাল থেকেই বিধায়কের বাড়িতে পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেল । পুলিশ এদিন দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন, সেইসঙ্গে মন্দির প্রাঙ্গণও খতিয়ে দেখেন ।
মমতার এই জেলা সফরের লক্ষ্য মতুয়া ভোট । এমনই মনে করছে রাজনৈতিক মহল । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নদিয়া জেলার একটা বড় অংশ জুড়ে মতুয়া সম্প্রদায়ের বাস। সেই মতুয়া ভোটে বড়সড় ভাগ বসিয়েছিল বিজেপি। লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও মতুয়া অধ্যুষিত একাধিক আসনে জেতে গেরুয়া শিবির। যা পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের যথেষ্ট মাথাব্যাথার কারণ হতে পারে বলেই দাবি রাজনৈতিক মহলের । তাই মনে করা হচ্ছে, রাসকে সামনে রেখেই জনসংযোগের রাশ পঞ্চায়েত ভোটের আগে নিজের হাতেই রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ।