পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই ফের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে মঙ্গলবার বিকালে ঝাড়গ্রামে পৌঁছবেন তিনি। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসে অংশগ্রহণ করবেন। রাজনৈতিক মহলের মতে, আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, ঝাড়গ্রামে পৌঁছনোর পর সেখানকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি জিতেছিল বিজেপি। তারপর হারানো জমি পুনরুদ্ধারে নাম রাজ্যের শাসক দল। ফলও মেলে হাতেনাতে। ২০২১ সালের ভোটে ঝাড়গ্রামের সবকটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস।
পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সাফল্য ধরে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই হাতে সময় থাকতে থাকতেই প্রচার শুরু করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।