কলেজে ভর্তি হতে গেলে এবার কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালেই আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা । বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চশিক্ষা দফতর । ভর্তির ক্ষেত্রে স্বচ্ছ্বতা বজায় রাখার জন্য বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় পোর্টাল নিয়ে আলোচনা চলছিল । দিন কয়েক আগে রাজ্য মন্ত্রিসভা এ বিষয়ে অনুমোদন দেয় । তারপরেই সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ শিক্ষা দফতরা ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোর্টাল নজরে রাখা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের উপর । ফি জমা দেওয়ার ক্ষেত্রে সংসদের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে । ভর্তি প্রক্রিয়ার এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে । আগামী শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি চালু হয়ে যাবে ।
উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রথমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করে শিক্ষা দফতর । সেক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পৃথক পোর্টালের ব্যবস্থা করে ভর্তি প্রক্রিয়া চলে । সেখান থেকেই এবার আরও এক ধাপ এগিয়ে একটি পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তির ব্যবস্থা করছে রাজ্য । পোর্টাল একটি হলেও ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দ মতো কলেজ বেছে নিতে পারবেন ।