স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি মামলা গ্রেফতার গ্রেফতার রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই ঘটনায় ফের প্রমাণ করল কাদের হাতে বাংলার শাসনভার। এমনটাই অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। সিপিএমের সুরেই তাঁর দাবি, রাজ্য় মন্ত্রিসভা থেকে অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে বরখাস্ত করা হোক। একইসঙ্গে তাঁর দাবি, এই ঘটনায় দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রীও।
গত কয়েক দিন আগেই স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছিল প্রদেশ কংগ্রেস। তাদের দাবি ছিল, অবিলম্বে এই দুর্নীতির ঘটনায় শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার। দফায় দফায় স্কুলে চাকরিপ্রার্থীদের আন্দোলনেও সামিল হয়েছিলেন অধীর।
এদিন পার্থ চট্টোপাধ্য়ায়কে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানিয়েছে সিপিএমও। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই দাবি করেছেন। বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, মন্ত্রিসভায় বাকি যাঁরা অভিযুক্ত তাঁদেরও সরাতে হবে। তাঁর মতে, পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মান ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি সেই মান আরও নীচে নেমে গেল।