বগটুই গ্রামে যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে (Congress Delegates Team) আটকে দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বোলপুরে (Bolpur) রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেস নেতাদের। পুলিশ কেন তাঁদের আটকে দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন অধীর চৌধুরী।
অধীর চৌধুরীর অভিযোগ, "কাল বললেন সবাইকে যেতে দিচ্ছেন। আজ আটকে দিচ্ছেন। আমাদের দলের ২৫-৩০ জনকে আটকে দিয়েছে। বগটুই গ্রামে যখন মানুষগুলোকে বোমা মেরে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করার জন্য পুলিশ শশব্যস্ত। হাসপাতালে থেকে চিকিৎসা হচ্ছে না। আরও অনেক মানুষের মৃত্যু হয়েছে। যারা চিকিৎসা পাচ্ছে না। তাদেরকে রাতে কবর দেওয়া হচ্ছে।"
আরও পড়ুন: রামপুরহাটের পথে মমতা, মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগে গ্রামে বসল সিসি ক্যামেরাও
অধীর চৌধুরীর অভিযোগ, "তথ্যপ্রমাণ লোপাটের জন্য পুলিশ সক্রিয়। ঘটনা ঘটার সময় থানার টহলদারি ছিল। তার মধ্যে চার-পাঁচটা বাড়িতে বোমা, গুলি, আগুন ধরিয়ে সেখানকার মানুষকে পুড়িয়ে হত্যা করা হল। কোথায় রামপুরহাট, কোথায় বোলপুর। দিদি এত ভয় পাচ্ছেন কেন আপনি! আপনাকে কেউ মারবে না।"