কী কথা হল তাঁদের মধ্যে ? মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তাকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন কোচবিহারের রাজবংশী নেতা ও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। কিন্তু তাঁর এই দাবি খুব একটা ভাল চোখে নিচ্ছে না বিজেপি। ইতিমধ্যে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজ দেখা করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির জেলার নেতারা।
রাজনৈতিক মহলের দাবি, গত ৪৮ ঘণ্টায় বিজেপির নানা বৈঠকে সরগরম ছিল উত্তরবঙ্গের এই জেলা। তার ঠিক পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্তর বৈঠক ঘিরে শুরু হয়েছে নয়া রাজনৈতিক জল্পনা। যদিও, তৃণমূলে তাঁর যোগদান প্রসঙ্গ এড়িয়েছেন মহারাজ।
তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেই তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি শুধু গৃহস্থের ধর্ম পালন করেছেন। কিন্তু জেলা নেতারা অনন্তের এই যুক্তি মানতে নারাজ। ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে নালিশও জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে অনন্ত মহারাজের বাড়ি দেখে মুগ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আধঘণ্টা রাজবংশী নেতার বাড়িতে কাটিয়েছেন। মুখে দিয়েছেন শুধুমাত্র গ্রিন টি। বাইরে এসে তা জানিয়েছেন অনন্ত মহারাজ নিজেই।