ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল। এই দুর্ঘটনায় এবার মৃত্যু হল জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের এক যুবকের। আহত আরও দুই যুবক। মৃত ওই যুবকের নাম সাগর খেরিয়া। বয়স ৩০ বছর। বাকি দুই আহত যুবক, ১৯ বছরের ধরমনাথ সিং এবং ২৪ বছরের আমন উরাও।
আহতদের মধ্যে আমনের চিকিৎসা চলছে কলকাতার একটি হাসপাতালে। ধরমনাথের চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে। জানা গিয়েছে, এই তিনজন সহ মোট ১৪ জন গত বৃহস্পতিবার বাড়ি ফেরার জন্য যসবন্ত-হাওড়া এক্সপ্রেসএ চড়েছিলেন। এই ঘটনায় নাগরাকাটা চাবাগানে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন - লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্য়া! তথ্য জানাতে গরিমসি রেলের?
অন্যদিকে, চিকিৎসার জন্য ভেলোরে গিয়েছিলেন পুরুলিয়ার একই পরিবারের তিনজন। সম্পর্কে তাঁরা ভাই বোন ও ভাগ্নে। এখনও পর্যন্ত দুর্ঘটনায় আহত অর্চনা পালের সঙ্গে পরিবারের যোগাযোগ হলেও তাঁর দশ বছরের ছেলে সুমন পাল ও ভাই সঞ্জয় পালের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি।